প্রতি বৎসরের ন্যায় এবারও পালিত হলো ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার এর বার্ষিক চড়ুই ভাতি অনুষ্ঠান। এ বৎসর এর নতুন আকর্ষন সেরা কর্মকর্তা কর্মচারী নির্বাচন। ২০১৬~১৭ বৎসরে সেরা কর্মকর্তা কর্মচারী নির্বাচনে ১ম হয়েছেন প্যাথলজি ইনচার্জ পবিত্র মন্ডল, ২য় স্থান ম্যানেজার মোঃ আব্দুল মালেক, ৩য় স্থান মার্কেটিং ম্যানেজার গাজী রেজাউল করিম, ৪র্থ স্থান রেডিওলজি বিভাগের ইনচার্জ মোঃ রাব্বুল হাসান ও ৫ম হয়েছেন অফিস সহকারী মোঃ সবুজ গাজী। এছাড়া উদীয়মান সেরা কর্মকর্তা কর্মচারী নির্বাচিত হয়েছেন ৫ জন যথাক্রমে জুনিয়র মার্কেটিং অফিসার মোঃ ওয়ালীউল্যাহ, সাব~এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার শোয়েব মোহাম্মাদ খান, মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওলজি এন্ড ইমেজিং)মোঃ শামীম হোসেন, রিসিপশনিষ্ট এম,ডি আল হাসিব খান রাজা ও সিকিউরিটি গার্ড মোঃ আব্দুর রহিম। নির্বাচিত সেরা কর্মকর্তা কর্মচারীদের ক্রেষ্ট ও ওয়ান ব্যাংকের গিফট ভাউচার প্রদান করা হয়। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠান রাত্র ১২ ঘটিকায় নৈশ ভোজের মাধ্যমে সমাপ্ত হয়। সম্পূর্ন অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবস্থাপনা. পরিচালক কে,এম মুজাহিদুল ইসলাম (প্রিন্স) ও মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ শামীম ইকবাল ।
