আমাদের সম্পর্কে

ddcsc building

ভারতের পশ্চিম বঙ্গের সাথে বাংলাদেলে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার চিকিৎসা ব্যবস্থা উন্নততর করণের লক্ষ্যে ২০১৩ সালের ১লা মে মাত্র ১৬ জন কর্মকর্তা কর্মচারী নিয়ে ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড সিটি স্ক্যান সেন্টার এর পথ চলা শুরু। প্রতিষ্ঠা লগ্ন থেকেই অত্র প্রতিষ্ঠানে যুক্ত আছে বিশ্বখ্যাত কোম্পানী জেনারেল ইলেকট্রনিক্স এর মাল্টিসøাইস স্পাইরাল সিটি স্ক্যান, ৫০০ এম.এ হাই ফ্রিকোয়েন্সী এক্স-রে মেশিন, দাঁতের ডিজিটাল এক্স-রে করার ওপিজি মেশিন, ইইজি মেশিন, কালার ডপলার আল্ট্রাসনো মেশিন, হিউম্যান কোম্পানীর সেমি অটো বায়ো-কেমিষ্ট্রি এনালাইজার সহ বেশ কিছু আধুনিক যন্ত্রাদি। সময়ের পথ চলায় পরবর্তীতে আরও যুক্ত হয়েছে সম্পূর্ণ অটোমেটিক মিরেন্ড্রে হেমাটোলজি ৫ পার্ট এনালাইজার। সম্পূর্ণ অটোমেটেড হরমোন এনালাইজার, ইটিটি মেশিন সহ আরও অত্যাধুনিক যন্ত্রপাতি। বর্তমানে এ প্রতিষ্ঠানটির নিজেস্ব ভবন প্রায় সমাপ্তির পথে। নিজেস্ব ভবনটিতে থাকবে ১.৫ টেসলা সিগনা ক্রিয়েটর এমআরআই মেশিন, ১০০০ এম.এ ডিজিটাল এক্স-রে, বোন মিনারেল ডেনসিটি (বিএমডি) মেশিন সহ আধুনিক অনেক সুবিধা। ইহা ছাড়া পরবর্তীতে উক্ত ভবেন আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা হইবে। সাথে সাথে আইসিইউ ও কিডনী রোগীদের জন্য হেমো-ডায়ালাইসিস এর ব্যবস্থা থাকবে। সাতক্ষীরা বাসীর আন্তরিক সহযোগিতার জন্য এ প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। সাতক্ষীরা বাসীর সকল পর্যায়ের জনগনের জন্য এ প্রতিষ্ঠানটি সর্বাধৃনিক সকল সুবিধা প্রদান করে থাকবে।



অ্যাপয়েন্টমেন্ট নিন